স্টাফ রিপোর্টার।। এই করোনা কালীন সময়ে ঈশ্বরদীতে “নিঃস্বাস সহায়তা কমিটি” নামে একটি সেবামূলক সংগঠনের অক্সিজেন সহায়তা কার্যক্রমের শুভ উদ্ধোধন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর আহ্বানে ঈশ্বরদীতে যুবনেতা ও সমাজ সেবক এমপি পুত্র তৌহিতুজ্জামান দোলোন বিশ্বাসের তথ্যাবধানে গড়ে উঠা “নিঃস্বাস সহায়তা কমিটি” নামের একটি সেবামুলক সংগঠনের আত্মপ্রকাশ পেয়েছে।
আদ্য রোববার (১৮ ই জুলাই) সকালে সংগঠনটির কার্যক্রম শুভ উদ্ভোধন করা হয়। ফিতা কেটে সংগঠনটির শুভ যাত্রার সূচনা করেন পাবনা-৪ আসনের মাননিয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিস্বাস।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন, ঈশ্বরদী পৌর সভার মেয়র জনাব ইসাহাক আলী মালিথা, কৃষকলীগ নেতা ও সাবেক ভিপি মুরাদ আলী মালিথা, উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক আশরাফুল আবেদীন, যুবনেতা দোলন বিস্বাস, নয়ন ও সজীব মালিথা সহ আরো অনেকে।
Leave a Reply