অনলাইন ডেক্স।। “কোভিড-১৯” টিকা নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার (১৯ জুলাই) বিকাল ৪টা ০২ মিনিটে রাজধানীর মহাখালীর ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকা গ্রহণ করেন বেগম খালেদা জিয়া। চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিৎ করেন।
শায়রুল কবির খান জানান, সোমবার বেলা সাড়ে ৩টার দিকে টিকা নেওয়ার উদ্দেশে বাসা থেকে রওনা হন বিএনপি চেয়ারপারসন। বিকাল পৌনে ৪টার দিকে হাসপাতালে পৌঁছান তিনি। অনেক গণমাধ্যমকর্মীসহ নেতাকর্মীদের অবস্থান থাকায় তাকে হাসপাতালের ভেতরে নেয়া সম্ভব হয়নি। সেজন্য গাড়িতে বসেই টিকা দেওয়া হয় তাকে। টিকা নেওয়ার পর বিকাল ৪টা ১০ মিনিটে বাসার উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। ৪টা ৩৫ মিনিটে তিনি তাঁর বাসায় পৌঁছান।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দর, ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, হাবিবুন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ইশরাক হোসেন প্রমুখ।
Leave a Reply