স্টাফ রিপোর্টার।। বাংলাদেশে প্রথমবারের মতো ভারতের অক্সিজেন এক্সপ্রেস ট্রেন এসে পৌঁছেছে। আজ রবিবার (২৫ শে জুলাই) বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনে এসে ট্রেনটি পৌঁছায়।
ভারত আমাদের করোনা টিকা না দিতে পারলেও বন্ধুত্বের পরিচয় দিলো এবার অক্সিজেন সরবরাহ করে করোনা আক্রান্ত রুগীদের জন্য।
ভারতের অক্সিজেন এক্সপ্রেস ট্রেনটি ১০টি কন্টেইনারে ২০০ এমটি লিকুইড মেডিক্যাল অক্সিজেন নিয়ে বাংলাদেশে পৌঁছেছে।
এখান থেকে অক্সিজেন নারায়নগন্জে নেওয়া হবে তারপর সেখান থেকে দেশের বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হবে।
শনিবার ভারতের সাউথ ইস্টার্ন রেলওয়ের আওতায় ট্রেনটি বাংলাদেশের পথে রওনা হয়। এবং রাত সাড়ে ১০টায় বাংলাদেশ সীমান্তে এসে পৌঁছায়। লিন্ডে বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান এ অক্সিজেন ভারত থেকে আমদানি করেছে।
Leave a Reply