স্টাফ রিপোর্টার।। বছরে একবার করে সরকারি চাকরিজিবীদের ডোপ টেস্ট করা হবে। ডোপ টেষ্টে পজিটিভ হলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ মঙ্গলবার (১৭ আগস্ট) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, বছরে একবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ডোপ টেস্টের আওতায় নিয়ে আসা হবে। যারা এ ডোপ টেস্টে পজিটিভ হবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানও এ আওতায় থাকবে। যারা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, যারা ইউনিভার্সিটি কলেজে অ্যাডমিশন নেবেন কিংবা শিক্ষকরাও এ ডোপ টেস্টের আওতায় আসবেন। আমরা এ ধরনের একটি আলোচনা করেছি।
কবে থেকে এটি বাস্তবায়ন করা হবে জানতে চাইলে তিনি বলেন, আলোচনা হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে মন্ত্রিপরিষদ সচিব জানাবেন।
Leave a Reply