বেগম রোকেয়াকে নারী জাগরনের অগ্রদূত বলা হয়। তাঁর জন্ম ও মৃত্যু একই তারিখে সেই তারিখটা হলো নয়ই ডিসেম্বর।
কূ-সংস্কার ও ধর্মীয় গোড়ামী থেকে নারীকে শৃঙ্খল মুক্ত করতে প্রতিনিয়ত লড়াই সংগ্রাম করেছেন বেগম রোকেয়া। এই মহিয়সী নারীকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে এই দেশের জনগন। এ উপলক্ষে সরকারী ও বেসরকারী ভাবে বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। এই দিবসে মহামান্য রাষ্টপতি ও মাননীয় প্রধানমন্ত্রী পৃথক পৃথক বাণী দিয়েছেন।
আজ পাঁজজন বিশিষ্ঠ নারীকে বেগম রোকেয়া পদকে ভূষিত করা হয়। উক্ত অনুষ্ঠানে অন লাইনে প্রধান অতিথী হিসেবে যোগ দেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার পক্ষ থেকে পদক সনদ ও চেক বিতরন করেন মহিলা ও শিশু বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা এমপি।
বেগম রোকেয়া পদক-২০২০ এর জন্য যে পাঁচ জন বিশিষ্ট নারী ব্যক্তিত্বকে মনোনয়ন করা হয়েছে তাঁরা হলেন নারী শিক্ষায় প্রফেসর ড: শিরীণ আখতার পেশাগত উন্নয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে কর্নেল (ডাঃ) নাজমা বেগম এসপিপি,এমপিএইচ নারীর আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে মঞ্জুলিকা চাকমা সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা বেগম মুশতারী শফি এবং নারী অধিকারে অবদানের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার।
১৮৮০ সালের ৯ ডিসেম্বর বেগম রোকেয়া রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় পায়রাবন্দ গ্রামে জহির উদ্দিন সাবের চৌধুরী ও রাহাতুন্নেসা সাবেরা চৌধুরানীর ঘরে জন্মগ্রহণ করেন। ১৯৩২ সালের ৯ ডিসেম্বরে কলকাতায় হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। এবং তাঁকে সেখানেই সমাহিত করা হয়। তাঁর উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে রয়েছে ‘মতিচুর’ ‘সুলতানার স্বপ্ন’ ‘পদ্মরাগ’ ‘অবরোধ বাসিনী’ ‘ ইত্যাদি।
Leave a Reply