অনলাইন ডেস্ক ॥ মাদক কাণ্ডে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) জেরার মুখে এবার অভিনেতা চাংকি পান্ডের মেয়ে অভিনেত্রী অনন্যা পান্ডে। শাহরুখ খানের ছেলে আরিয়ান খান মাদক মামলায় গ্রেফতার হন।
এই ঘটনায় এনসিবি কর্মকর্তাদের প্রশ্নের মুখে পড়েছেন অভিনেত্রী অনন্যা।
আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাটিং থেকে অনন্যার নাম পেয়েছে এনসিবি। আরিয়ানকে অনন্যা গাঁজা সরবরাহ করতে চেয়েছিলেন এমন চ্যাটিংও হয়েছে তাদের হোয়াটসঅ্যাপ চ্যাটে।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অনন্যা এনসিবির প্রশ্নে জানান, তিনি মজা করে আরিয়ানকে গাঁজা সরবরাহ করার কথা বলেছিলেন। কিন্তু গাঁজা যে নিষিদ্ধ মাদক তা তিনি নাকি জানতেন না।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) অনন্যাকে প্রথম জিজ্ঞাসাবাদ করে এনসিবি। পরদিন অর্থাৎ শুক্রবার দুপুরে আবারও এনসিবির কর্মকর্তাদের মুখোমুখি হন এই অভিনেত্রী। এদিন প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় ২২ বছর বয়সী অনন্যাকে। এই সময় আরিয়ানকে নিষিদ্ধ মাদক সরবরাহের কথা অস্বীকার করেন তিনি।
এদিকে, অনন্যাকে সোমবার (২৫ অক্টোবর) আবারও তলব করেছে এনসিবির কর্মকর্তারা। এনসিবি’র দাবি, অনন্যা অন্তত তিনবার আরিয়ানকে মাদক বিক্রেতাদের ফোন নম্বর দিয়ে মাদক পেতে সাহায্য করেছেন।
Leave a Reply