স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে
আওয়ামীলীগ মনোনীত ঈশ্বরদী সাঁড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদারকে বাতিল করে আওয়ামীলীগের যে কোন ত্যাগী নেতাকে প্রার্থী করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫শে অক্টোবর) রাত সাড়ে আটটায় আরামবাড়িয়ার চৌধুরী বাড়ি চত্বরে সাঁড়া ইউনিয়নের ত্যাগী আওয়ামীলীগ,যুবলীগ,কৃষকলীগ ও ছাত্রলীগ নেতাদের পক্ষ থেকে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা
হয়। সম্মেলনে বর্তমান চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদারকে বিগত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর বিরোধীতা কারী,ভুমি দস্যু ও সন্ত্রাসী উল্লেখ করে বক্তব্য দেন, সাঁড়া ইউনিয়ন আওয়ামীলীগের
সহ-সভাপতি ও মনোনয়ন প্রত্যাশি আব্দুর রশিদ এবং জেলা যুবলীগ নেতা, বিগত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী ও আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদের মনোনয়ন প্রত্যাশি জুয়েল চৌধুরী ।
এসময় হাজী মোস্তফা চৌধুরী, আওয়ামীলীগ নেতা হামিদুল ইসলাম, কৃষকলীগ নেতা জসিম উদ্দীন, যুবলীগ নেতা সোহাগ, জিন্নাহ চৌধুরী, মোস্তফা প্রাং ও জিয়াউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
বক্তারা আরো বলেন, আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ও কেন্দ্রিয়
নেতাদের নির্দেশ অমান্য করে এমদাদুল হক রানা সরদার বিগত উপজেলা পরিষদ নির্বাচনে প্রকাশ্যে নৌকার প্রার্থীর বিরোধীতা করে আনারস প্রতিকের পক্ষে নির্বাচন করেন। এমনকি তিনি নৌকার পক্ষের নেতাকর্মী ও সমর্থকদের নানা প্রকার হুমকি ধামকি দিয়েছিল এবং
আমাকে ঈশ্বরদী থানার ওসিকে দিয়ে গ্রেফতার করানোর অপচেষ্টা করা হয় তারপরও আমরা নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজ করেছিলাম।
Leave a Reply