স্টাফ রিপোর্টার।। ২০২১ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই ভারতের সিরাম ইন্সটিটিউটের মাধ্যমে অক্সফোর্ডের অ্যাস্ট্রোজেনিকা টিকা আমদানি করবে বাংলাদেশ। এ ব্যাপারে অনেক আগেই চুক্তি করেছে সরকার।
অনেক দেশ চুক্তি না করায় দেরীতে ভ্যাকসিন পাবে কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর সময়পুযোগী সিদ্ধান্তের কারনে অনেক দেশের চেয়ে আগেই আমরা টিকা পাবো।
বৃহস্পতিবার (১০ই ডিসেম্বর) মহাখালী বিসিপিএস ভবনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই সব কথা বলেন।
এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাও আমাদের কিছু টিকা দেবে। সেগুলোও সরকার সময় মতো হাতে পাবে। আশা করা যায় এই টিকাগুলো থেকে দেশের প্রায় ২৭ ভাগ মানুষ টিকা পাবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
Leave a Reply