স্টাফ রিপোর্টার।। রবিবার (১৩ ডিসেম্বর) ঢাকার তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বঙ্গবন্ধু সাংস্কৃতি জোট আয়োজিত বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে আলোচনা সভায় প্রধান অতিথীর বক্ত্বব্যে তথ্য মন্ত্রী ড,হাসান মাহমুদ বলেন ‘ আমরা ইসলামকে কয়েকজন ধর্ম ব্যাবসায়ীর কাছে লিজ দেয়নি। তারাই সব বোঝেন আর কেউ কিছু বোঝেন না’।
তিনি আরো বলেন ‘এ দেশে শত শত বছর ধরে ভাষ্কর্য আছে। মুঘোল আমল থেকে ভাষ্কর্য আছে। স্বাধীনতার পরে দেশের অনেক স্হানে কৃতি ব্যাক্তিদের ভাষ্কর্য নির্মান হয়েছে। রাজনৈতিক ব্যাক্তিদেরও ভাষ্কর্য নির্মান হয়েছে তখন কোনো কথা হয়নি যেই বঙ্গবন্ধুর ভাষ্কর্য নির্মান করা হয়েছে তখনই এতো কথা হচ্ছে। এইটা সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র’।
তথ্য সন্ত্রী বলেন,সৌদি আরবে ভাস্কর্যের মিউজিয়াম রয়েছে রাস্তায় প্রাণীরও ভাস্কর্য আছে। এবং সৌদি বাদশার মুখ অবয়ব ভাস্কর্য সেখানে আছে। কই মক্কা মদিনার ইমাম সাহেব অথবা গ্র্যান্ড মুফতিরা এ নিয়ে তো কখনো কোনো কথা বলেননি। আমাদের এই ধর্মব্যবসায়ীরা মক্কা মদিনার ইমাম সাহেবদের চেয়েও কি বেশি জ্ঞানী? আসলে এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। এদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।
Leave a Reply