স্টাফ রিপোর্টার।। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য এ্যাওয়ার্ড পেলেন তৌহিদ আক্তার পান্না।
গতকাল (১১ই ডিসেম্বর) শনিবার বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিকেল চারটায় এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশন ঢাকার পক্ষ থেকে রাজধানীর সেগুনবাগিচার কচিকাঁচার মেলা মঞ্চে গুণীজন সংবর্ধনা ও এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে বিভিন্ন পেশায় মোট কুড়ি জনকে এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি দৈনিক জনকণ্ঠ ও বাংলা টিভির স্টাফ রিপোর্টার তৌহিদ আক্তার পান্নাকে এশিয়া হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড 2021 প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সুপ্রীম কোর্টের সাবেক বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলি।এ্যাওয়ার্ড প্রাপ্তদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না।
Leave a Reply