স্টাফ রিপোর্টার।। ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজিবী দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ঈশ্বরদীতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হয়েছে।
সারা দিন ব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে ঈশ্বরদী উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠন সূমুহ যৌথ ভাবে এ সকল কর্মসূচী পালন করে।
সকাল ৭ টায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। পতাকা উত্তোলনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন ও শহীদ বুদ্ধিজিবী স্মৃতি সৌধে পুস্প স্তবক অর্পন শেষে দলীয় কার্যালয়ে শহীদ বুদ্ধিজিবী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এবং বিকেলে মিলাদ মাহফিল ও দোয়া করা হয়।
এ সকল অনুষ্ঠানে উপস্হিত ছিলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বশীর আহম্মেদ বকুল, পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইছাহাক আলী মালিথা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদের সালাম খাঁন, জেলা পরিষদের সদস্য শফি বিশ্বাস, আওয়ামীলীগ নেতা রশিদুল্লাহ্, আব্দুল হামিদ, শরিফুল হাসান আরিফ, আশরাফুল আবেদীন, মাহমুদা খানম, কৃষকলীগ নেতা মুরাদ মালিথা সহ আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীরা।
Leave a Reply