স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ ঈশ্বরদীর ঐতিহাসিক গ্রীণসিটির নিকট ওয়ালটন শো রুম এসডি আর এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০শে ডিসেম্বর) রাতে নতুন হাটস্থ রাশিয়ান অধ্যুষিত এলাকায় সদ্য নির্মিত অত্যাধুনিক শপিং মল ‘মাহফুজ মার্ট’ এ এই শো রুমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (অব:) ইকবাল বাহার বিপিএম বার,পিপিএম। বাংলাদেশ জয় করার টার্গেট নিয়ে যাত্রা শুরু করে ওয়ালটন এখন পৃথিবী জয় করেছে বলে মন্তব্য করেন প্রধান অতিথি ইকবাল বাহার বিপিএম বার,পিপিএম।
বিশিষ্ট গীতিকার, নাট্যকার ও পুলিশের ডিআইজি (অব:) মাহফুজুল ইসলাম রঞ্জুর সভাপতিত্বে ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হুমায়ুন কবীর, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্র নায়ক আমিন খান, চিত্র নায়িকা আঁচল আখি, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব ও ঈশ্বরদী টিভি জার্ণালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি টিএ পান্না, দাদু মোটরসের স্বত্তাধিকারী রেজাউল করীম শরীফ ও মাহফুজ মাটের স্বত্তাধিকারী শামীম মাহফুজ বক্তব্য দেন। এর আগে অতিথিরা ফিতা কেটে ওয়ালটন শো রুমের উদ্বোধন ও পরিদর্শন করেন। পরে গভীর রাত পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
Leave a Reply