স্টাফ রিপোর্টার।। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ১৯৮৭ সালে প্রথম শ্রেণিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিভিল) ডিগ্রি অর্জন করা প্রকৌশল মো. রমজান আলী ১০-তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিসিএস (রেলওয়ে) হিসেবে ১৯৯১ সালের ১১ ডিসেম্বর বাংলাদেশ রেলওয়েতে সহকারী নির্বাহী প্রকৌশলী পদে যোগ দেন। এরপূর্বে তিনি ইস্টার্ন হাউজিং লিমিটেড, কে কে বিল্ডার্স লিমিটেড, অগ্রণী ব্যাংক প্রধান কার্যালয়ে এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে চাকরি করেন।
কর্মজীবনে বাংলাদেশ রেলওয়েতে তিনি সহকারী নির্বাহী প্রকৌশলী হিসেবে যশোর, লালমনিরহাট ও রাজশাহী; ডিসিওএস (প্রকল্প) হিসেবে যমুনা সেতু রেলওয়ে লিংক প্রকল্প; বিভাগীয় এস্টেট অফিসার হিসেবে পাকশী; অফিসার (ইঞ্জিনিয়ার), রেলওয়ে ট্রেনিং একাডেমি, হালিশহর, চট্টগ্রাম; বিভাগীয় প্রকৌশলী- ১ হিসেবে চট্টগ্রাম; নির্বাহী প্রকৌশলী (পিঅ্যান্ডডি) পূর্ব, চট্টগ্রাম; নির্বাহী প্রকৌশলী (সদর) হিসেবে লাকসান-চিনকি আস্তানা ডবল লাইন নির্মাণ প্রকল্প, সিআরবি, চট্টগ্রাম; কন্ট্রোলার অব প্রকিউরমেন্ট প্রকল্প, সিআরবি, চট্টগ্রাম; অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ব্রিজ), সিআরবি, চট্টগ্রাম; প্রধান প্রকৌশলী (পশ্চিমাঞ্চল) রাজশাহী এবং যুগ্ম মহাপরিচালক হিসেবে রেল ভবন, ঢাকাসহ অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কর্মজীবনের সর্বত্র তিনি সততা ও কর্মনিষ্ঠার পরিচয় দিয়েছেন।
প্রকৌশলী মো. রমজান আলী ১৯৬৪ সালের ৩১ ডিসেম্বর পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ভিটাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা হাজি ময়েজউদ্দিন ও মাতা লতিফন নেছা।
Leave a Reply