আন্তর্জাতিক ডেক্স।।পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় লতা মঙ্গেশকরের শেষকৃত্য সম্পন্ন হলো। মুম্বইয়ের শিবাজি পার্কে তাকে শ্রদ্ধা জানাতে আসেন অসংখ্য শ্রেনী পেশার মানুষ।রোববার (৬ই ফেব্রুয়ারী) সকালে সাত দশকের দীর্ঘ সংগীতজীবন শেষ করে চলে গেলেন কিংবদন্তি সংগীত শিল্পী লতা মঙ্গেশকর। সন্ধ্যায় তার শেষকৃত্য অনুষ্ঠিত হলো। তার দেহ ঢেকে দেয়া হয়েছিল জাতীয় পতাকা দিয়ে। শিবাজি পার্কে সেই জাতীয় পতাকা তার দেহ থেকে নিয়ে আত্মীয়দের হাতে তুলে দেয়া হয়। সেনাবাহিনী তাকে শেষ শ্রদ্ধা জানায়। লতার ভাই হৃদয়নাথ মঙ্গেশকর তার মুখাগ্নি করেন।তার আগে অসংখ্য মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান। তার বাসভবন থেকে শিবাজি পার্ক পর্যন্ত অসংখ্য মানুষ দাঁড়িয়েছিলেন শেষ বিদায় জানাবার জন্য। শিবাজি পার্কে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মঙ্গেশকর পরিবারের মানুষদের সঙ্গে দেখা করেন। তাদের সঙ্গে কথা বলেন। শেষ শ্রদ্ধা জানান লতা মঙ্গেশকরকে। তবে শেষ কৃত্যের আগে তিনি ফিরে যান। প্রধানমন্ত্রী বলেছেন, ‘লতাদিদি একটা শূন্যতা তৈরি করে চলে গেলেন।’শেষকৃত্যের সময় উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, এনসিপি প্রধান শরদ পাওয়ার, বলিউড তারকা শাহরুখ খান, আমির খান, রণবীর কাপুর, জাভেদ আখতার, ক্রিকেটার শচিন তেন্ডুলকর সহ অনেকে। ছিলেন বিদ্যা বালান, শ্রদ্ধা কাপুরও। লতার বোন এবং প্রবাদপ্রতিম গায়িকা আশা ভোঁসলেও শেষকৃত্যের সময় উপস্থিত ছিলেন।রোববার সকালেই অমিতাভ বচ্চন, সিদ্ধার্থ কাপুর, অনুপম খের, মধুর ভান্ডারকর, সঞ্জয় লীলা বনশালী সহ অনেক তারকা লতা মঙ্গেশকরের বাসভবনে গিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান।লতার প্রতি শ্রদ্ধা জানিয়ে রিজার্ভ ব্যাঙ্ক তাদের মনিটরি পলিসি কমিটির বৈঠক একদিন পিছিয়ে দিয়েছে।শিবাজী পার্কে চন্দন কাঠের চিতা জ্বলে উঠল। পঞ্চভূতে মিলিয়ে গেল লতা মঙ্গেশকরের দেহ। থেকে গেল তার গান, যা চিরদিন সুরের মূর্ছনায় মানুষকে ভরিয়ে রাখবে। (পিটিআই, এনডিটিভি)।
Leave a Reply