স্টাফ রিপোর্টার।।টেকনাফ পৌরসভার কলেজ পাড়া নিবাসি মোহাম্মদ কাশেমের ছেলে মোহাম্মদ হোসেন (৩৬) কক্সবাজার শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে নিয়োজিত সিপিবি কমিটির স্বেচ্চাসেবক হিসেবে শফিউল্লাহ্ কাটা ক্যাম্পে কাজ করতেন।
কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটেলিয়নের (এপিবিএন) অধিনায়ক হেমায়েতুর রহমান এসপি জানান, বুধবার বিকেলে শফিউল্লাহ্ কাটা ক্যাম্পে মোহাম্মদ হোসেনের সংগে কথা কাটাকাটির এক পর্যায়ে অপরিচিত কিছু রোহিঙ্গা তাকে অপহরণ করে। এবং মোবাইল ফোনে মোহাম্মদ হোসেনের পরিবারের কাছে দুই কোটি টাকা মুক্তিপণ দাবী করে।
এই অপহরণের খবর জানার পর এপিবিএন সদস্যরা তাকে উদ্ধার করার জন্য অভিযানে নামে।
বিভিন্ন জায়গায় অভিযানের পর বুধবার মধ্যরাতে কক্সবাজার উখিয়ার শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লক থেকে তাকে উদ্ধার করা হয়। এই ঘটনার সাথে জড়িত থাকার কারণে হেড মাঝী (রোহিঙ্গা নেতা) মোহাম্মদ তাহের কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মোহাম্মদ তাহের (৩২) উখিয়ার পালংখালী ইউনিয়নের ১৬ নম্বর শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পের আবুল বাসারের ছেলে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
Leave a Reply