নিজস্ব প্রতিনিধি।। আজ শুক্রবার খৃষ্টান ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন। খৃষ্ট ধর্মের প্রবর্তক এই দিনে জন্মগ্রহন করেন। খৃষ্ট ধর্ম মতে এইদিনে প্রভু যিশু মানব জাতীর কল্যানে সৃষ্টি কর্তার সত্য ও ন্যায়ের বানী নিয়ে পৃথিবীতে আসেন।
পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযত মর্যদায় পালিত হচ্ছে খৃষ্ট ধর্মের বড়দিনের উৎসব ও প্রার্থনা।
ধর্মীয় প্রার্থনা দিয়ে শুরু হয়েছে বড়দিনের উৎসব। আজ সরকারী ছুটির দিন। বড় দিন উপলক্ষে দেশের প্রতিটি গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। থাকবে বিশেষ গানের আসর। এ ছাড়া খৃষ্টান পরিবার গুলো বিশেষ খাবারের আয়োজন করবে।
শুভ বড়দিন উপলক্ষে খৃষ্টান ধর্মালম্বীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে পৃথক পৃথক বাণী দিয়েছেন মহামান্য রাষ্টপতি আব্দুল হামিদ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Leave a Reply