স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী।। জাতির জনক বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ঈশ্বরদীতে বিভিন্নস্থানে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসুচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, কেক কেটে মিষ্টি মুখ,র্যালি প্রদর্শণ, চিত্রাংঙ্কন ও আলোচনা সভা উল্লেখযোগ্য।
আওয়ামীলীগ অফিস,উপজেলা পরিষদ,পৌরসভা কার্যালয়,মুক্তিযোদ্ধা কমপ্লেস বিএসআরআই, পাকশী রেলওয়ে অফিস চত্বরসহ বিভিন্নস্থানে এসব কর্মসুচি পালন করা হয়।
পৃথকস্থানে এ সকল কর্মসুচির নেতৃত্ব দেন, পাবনা-৪ আসনের এমপি নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা
চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস,পৌর মেয়র ইছাহাক আলী মালিথা, উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান, সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্নাসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং রেলওয়ে পাকশী বিভাগীয় কর্মকর্তাবৃন্দ,বিএসআরআইয়ের মহাপরিচালক আমজাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply