বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক।। ২০২০ সালের তরুন উদিয়মান বিজ্ঞানীর তালিকা প্রকাশ করেছে মার্কিন গনমাধ্যম নিউজ সায়েন্স। এই তালিকায় সেরা ১০ এর মধ্যে রয়েছে বাংলাদেশি আমেরিকান তনিমা তাসনিম অনন্যার নাম।
তানিমা তাসনিম অনন্যা (২৯) একজন উদিয়মান জ্যোতির্বিজ্ঞানী। বিগত ছয় বৎসর যাবৎ উদিয়মান ও সম্ভাবনাময় বিজ্ঞানীর তালিকা প্রকাশ করছে আমেরিকার সায়েন্স নিউজ।
তিনি কৃষ্ণগহ্বর নিয়ে গবেষনা করছেন। এর ফল হিসেবে তিনি এই স্বীকৃতি পেলেন। এবং শুরুতেই আছে তার নাম। বর্তমানে তিনি আমেরিকার ডার্টমাউথ কলেজের সাথে কাজ করছেন।
সায়েন্স নিউজ গত ৩০ শে সেপ্টেম্বর তাদের ওয়েবসাইডে প্রকাশ করেন যে, তিনিই এ পর্যন্ত সবচেয়ে ভারি কৃষ্ণগহব্বরের ছবি আঁকতে পেরেছেন। মহাবিশ্বে কোথায় কিভাবে কৃষ্ণগহব্বর বেড়ে উঠছে এবং তা কিভাবে পরিবেশ কে প্রভাবিত করে এটা তাঁর কৃত্তিম বুদ্ধিমত্তা দিয়ে বুঝিয়েছেন।
তাঁর মা তাকে ছোটো বেলা থেকেই এ ব্যাপারে উৎসাহ যোগাতেন। বাংলাদেশে এ বিষয়ে পড়ার সুযোগ না থাকায় আমেরিকার পেনসিলভেনিয়ার ব্রায়ান মাউর কলেজে পড়াশুনা করতে আমেরিকায় পাড়ি জমান তানিমা তাসনিম অনন্যা।
Leave a Reply