স্টাফ রিপোর্টার।। বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ মে) ঈশ্বরদীতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ঈষ্বরদী উপচেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন-২০২২ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছ।
উক্ত নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ ফজলুল হক ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ মোক্তার হোসেন।
নির্বাচন শেষে বিজয়ী সকল নেতৃবৃন্দ রাতে পাবনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাসের সংগে সৌজন্য সাক্ষাৎ করেন। এবং ফুলের তোড়া দিয়ে শুভোচ্ছা বিনিময় করেন। পরে মাননীয় সাংসদ সবাইকে মিষ্টি মুখ করান। এসময় সেখানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, মূলাডুলি ইউপি চেয়ারম্যন খালেক মালিথা, দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান বকুল সরদার, উপজেলা আওয়াসীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুরাদ মালিথা, সহ-দপ্তর সম্পাদক আশরাফুল আবেদীন সহ আরো অনেক দলীয় ও শিক্ষক নেতা কর্মীর উপস্হিত ছিলেন।
Leave a Reply