বিজ্ঞান ও প্রযুক্তি ডেক্স।। তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তব উল্লেখ করে বলেন, ইন্টারনেটের সাথে সংযুক্ত বর্তমানে দেশের ১১কোটি মানুষ।
বাংলাদেশে বর্তমানে প্রায় ১০ লক্ষ তরুন তরুনী সফটওয়ার ডেপেলপম্যান্ট, ফ্রীল্যান্সিং, আউট সোর্সিং সহ আই টি সেক্টরের সাথে সংযুক্ত রয়েছে এটা সঠিক ভাবে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন না হলে কখোনই সম্ভব হতো না।
প্রতিমন্ত্রী আরো বলেন, বিগত ১২ বৎসরে দেশে প্রায় ১০ লক্ষ তরুন তরুনীর আইসিটি খাতে কর্মসংস্হানের সৃষ্টি হয়েছে। করোনা মহামারীর সময়ও শিক্ষা, স্বাস্হ, কৃষি, ও বিভিন্ন সরবরাহ সহ আদালতে বিচারিক কাজ পর্যন্ত চলছে।
গত সোমবার (২৮ শে ডিসেম্বর) কম্পিউটার সমিতির উদ্যোগে আয়োজিত ‘উইটাস অ্যাওয়ার্ড সেলিব্রেশন-২০২০’ এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল ভাষনে প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামীলীগ ১৯৯৬ সালে যখন ক্ষমতায় এসেছিলো তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্পিউটারের উপর থেকে আমদানি শুল্ক প্রত্যাহার করেন। যাতে এ দেশের সকল শ্রেনীর মানুষের সন্তানেরা সহজে কম্পিউটার ব্যাবহারের সুযোগ পায়। প্রতিমন্ত্রী বলেন আমরা এখন প্রযুক্তির ক্ষেত্রে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছি।
Leave a Reply