স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী।। মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ঈশ্বরদী উপজেলাকে বাংলাদেশের প্রথম ভুমিহীন ও গৃহহীন (ক শ্রনীর) মুক্ত উপজেলা হিসেবে ঘোষনা করা
হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদী উপজেলা পরিষদ সম্মেললন কক্ষে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে সরকার ঘোষিত আশ্রয়ন পকল্পের আওতায় (ক-শ্রেণীর) পরিবারের শতভাগ পূনর্বাসন উপলক্ষে জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার নেতৃত্বস্থানীয় প্রতিনিধিদের নিয়ে মত বিনিময় সভার আয়োজন করা হয়। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম,ইমরুল কায়েসের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, এডিএম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুষ সালাম খান, ইউপি চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, এমলাখ হোসেন বাবু, বকুল সরদার, আব্দুল খালেক মালিথা, আনিছুর রহমান শরীফ, বাবলু মালিথা ও সাইফুজ্জামান পিন্টু সহ অন্যান্য জনপ্রতিনিধী, পিআইও তৌহিদুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্নাসহ ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন। সভায় ঈশ্বরদীতে মোট ১৬৩ গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে বাড়ি সহ জমি রেজিষ্ট্রি করে দেওয়া হয়েছে বলে জানানো হয় এবং ঈশ্বরদী উপজেলাকে বাংলাদেশে প্রথম ভূমিহীন, গৃহহীন (ক শ্রেনীর) মুক্ত ঘোষনা করা হয়।
Leave a Reply