অর্থনীতি ডেক্স।। ইসলামী ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকের সাতটি নতূন শাখা ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে উদ্বধোন করা হয়। শাখা গুলো হচ্ছে চট্টগ্রামের কর্ণফুলী, পতেঙ্গা, গুনাগরী, চৌধুরী হাট, ও টেরীবাজার, পাবনার বেড়া, এবং গাইবান্ধার কালি বাজার।
ব্যাংকের এমডি ও সিইও মাহবুবুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন। আরো উপস্হিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল এমডি মুনিরুল মওলা, কায়সার আলী ও ওমর ফারুক খান।
এমডি ও সিইও মাহবুবুল আলম বলেন, এই ব্যাংক দেশের জাতীয় আস্থা ও বিশ্বাসের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। দেশের এক তৃতীয়াংশের বেশি রেমিট্যান্স সংগ্রহের মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
এই ব্যাংক বর্তমানে ৩৭৩ টি শাখা, ১৬২ টি উপশাখা ২২০৩ টি এজেন্ট আউটলেট ১৬০০ এর অধিক এটিএম /সিআরএম বুথের মাধ্যমে গ্রাহকদের আধুনিক সেবা প্রদান করছে।
Leave a Reply