স্টাফ রিপোর্টার।। আগামী ১৬ জানুয়ারী পাবনা জেলার ঈশ্বরদীতে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত নির্বাচনে মেয়র পদে তিনজন প্রতিদন্দিতা করছেন। তারা হলেন, আওয়ামীলীগের প্রার্থী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইছাহাক আলি মালিথা, বিএনপির প্রার্থী জেলা ছাত্রদলের সহ- সভাপতি রফিকুল ইসলাম নয়ন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মওলানা মাসুম বিল্লাহ্। কাউন্সিলর পদে ৪৩ জন ও সংরক্ষিত নারী আসনে ৭ জন মনোনায়ন পত্র জমা দিয়েছেন।
নির্বাচনী প্রচারে আওয়ামীলীগ পার্থী ছাড়া অন্য কোনো প্রার্থীর তেমন কোনো প্রচার চোখে পড়ছে না। নৌকার প্রার্থী ইসাহাক আলি মালিথা ভোটারদের কাছে যাচ্ছেন এবং বিভিন্ন মহল্লায় উঠান বৈঠক করছেন। দলীয় নেতা কর্মীদের নিয়ে জয়ের লক্ষে নির্বাচনী জোরদার প্রচার চালাচ্ছেন নৌকার প্রার্থী। অপর দিকে দুই প্রার্থীর কোনো তোড়জোড় দেখা যাচ্ছেনা। এবং বিএনপির অন্ত:কোন্দোলের কারণে দলীয় নেতা কর্মীরাও এক হয়ে কাজ করতে পারছে না।
আওয়ামীলীগ প্রার্থীর নির্বচনী প্রচারের অংশ হিসেবে আজ শহরের নারিচা গ্রামে এক উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্হিত ছিলেন নৌকার প্রার্থী ইসাহাক আলি মালিথা, কৃষকলীগ নেতা মুরাদ মালিথা, শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু, লক্ষিকুন্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিস মোল্লা, মূলাডুলি ইউনিয়নের চেয়ারম্যান সেলিম মালিথা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply