স্টাফ রিপোর্টার।। সমিতির সভাপতি হাবিবুর রহমান হাবিব জানান, আজ বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে শুরু হবে পাবনায় পরিবহন ধর্মঘট।
সভাপতি বলেন, “শাহাজাদপুরে অতিরিক্ত চাঁদা আদায়, পাবনার গাড়ি ভাংচুর ও শ্রমিকদের মারধরের প্রতিবাদে এই ধর্মঘট ডাকা হয়েছে। এর আগে সিরাজগন্জ শ্রমিক ও মালিক সমিতি ও শাহাজাদপুর শ্রমিক ও মালিক সমিতি এবং সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাথে কয়েকবার বৈঠক করেও কোনো সমাধান হয়নি”।
তিনি আরো জানান, এই কর্মসূচিতে পাবনার সাথে সকল জেলার যানবাহন যোগাযোগ বন্ধ থাকবে। এমনকি পাবনার উপর দিয়ে চলাচলকারী সকল যানবাহন বন্ধ করে দেওয়া হবে।
সমাধানের জন্য প্রশাসন জোর চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন পাবনা জেলা প্রশাসক কবির মাহমুদ।
Leave a Reply