আন্তর্জাতিক ডেস্ক।। রয়টার্স জানিয়েছে,গত বুধবার ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ২২ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে। মন্ত্রী সভার কেউ আহত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মায়িন আব্দুল মালেক।
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ রত দুই গ্রুপ কে একসাথে করার লক্ষে সৌদি আরবেরর উদ্যোগে নতুন মন্ত্রীসভা গঠন করা হয়। রিয়াদ বিমান বন্দর থেকে ইয়েমেনের নতুন মন্ত্রী পরিষদ নিয়ে ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেন বিমানবন্দরের দিকে একটি বিমান রওনা দেয়। এডেন বিমানবন্দরে নামার কিছু সময় পরেই হামলা শুরু করে হুতি বিদ্রোহীরা।
হামলার সময় বিকট বিষ্ফোরন ও ব্যাপক গুলিবর্ষনের শব্দ শোনা যায়। বিমানবন্দরের হল রুমেও তিনটি মর্টার শেল আঘাত হানে বলে জানিয়েছে এক নিরাপত্তা কর্মী।
হামলার পরপরই পুরো মন্ত্রী পরিষদের সদস্য ও সৌদি রাষ্টদূত কে প্রেসিডেন্ট প্রাসাদে নিয়ে যাওয়া হয়। কয়েক ঘন্টা পর এই প্রাসাতের পাশেও আরেকটি বিষ্ফোরনের শব্দ শোনা যায় বলে জানিয়েছে গণমাধ্যম ও স্হানিয়রা।
স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে মন্ত্রীপরিষদ টুইটারে জানানো হয়, হামলায় ২২ জনের প্রানহানি ও ৫০ জন আহত হয়েছে।
Leave a Reply