স্টাফ রিপোর্টার ঈশ্বরদী।। দীর্ঘ কয়েক বছর পর বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভিন্ন রকম পরিবেশে ঈশ্বরদী সরকারী অনার্স কলেজে নবীন বরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের সাবেক ছাত্রনেতা পাবনা -৪ আসনের
এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। ঈশ্বরদী সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড.পরিতোষ কুমার কুন্ডুর সভাপতিত্বে এসময় ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র ইসাহক আলী মালিথা ও ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্নাসহ আরো অনেক অতিথিবৃন্দ, কলেজের
শিক্ষক মন্ডলী ও অন্যান্য জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীনদের বরণ শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীদের গান ও নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাবনা -৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস বলেন, ছাত্রলীগ বা যে কেউ ঈশ্বরদী সরকারী কলেজে কোন প্রকার সন্ত্রাসী কার্যকলাপ চলতে দেওয়া হবেনা বলে ঘোষনা দিয়েছেন।
Leave a Reply