স্টাফ রিপোর্টার।। সারা দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে ঈশ্বরদী উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়।
১৯৭৫ সালের ১৫ ই আগষ্ট ঘাতকদের বুলেটে শহীদ বাংলাদোশের স্হপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সেদিনের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আত্মার মাগফেরাত কামনায় ঈশ্বরদী উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযথ মর্যদায় জাতীয় শোক দিবসটি পালন করা হয়।
এ সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিস্বাস। আরো উপস্হিত ছিলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সভিপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলজাজ্ব নায়েব আলী বিস্বাস, সাধারণ সম্পাদক সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক পৌর মেয়র ইছাহাক আলী মালিথা, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও আওয়ামীলীগ নেতা আশরাফুল আবেদীন সহ নানা পর্যায়ের দলীয় নেতা কর্মীরা।
কর্মসূচীতে সকাল আটটায় দলীয় কার্যালয়ে জাতীয়,দলীয় ও কালো পতাকা উত্তোলন, সোয়া আটটায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ, সাড়ে আটটায় রক্ত পরীক্ষা কর্মসূচী, বাদ আছর দোয়া মাহফিল ও তবারক বিতরণ এবং রাতে এমপি নূরুজ্জান বিস্বাসের বাড়িতে বঙ্গবন্ধু ভিত্তিক “পলাশী থেকে ধানমন্ডি” নামক চলচিত্র প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। সেখানেও নানা শ্রেনী পেশার দর্শকদের ব্যাপক সমাগম ঘটে।
Leave a Reply