স্টাফ রিপোর্টার।।আজ অগ্রনী ব্যাংক দাশুড়িয়া শাখায় সমাজের পিছিয়ে পড়া মানুষ, দুই পা বিহীন, হাতের উপর ভর করে যিনি চলাচল করেন সেই দাশুড়িয়া হাইস্কুলের শিক্ষক, জনাব মোঃ রুবেল হোসেন কে সম্মাননা স্মারক ও তাহার হুইল চেয়ার কেনার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
মুলত এই সম্মাননার ব্যবস্থা করেছেন অগ্রনী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপক জনাব মোঃ বেলাল হোসেন, তিনি বিষয়টি প্রকাশ করতে চাননি তবে যতোদূর জানাযায় জনাব মোঃ বেলাল হোসেন তাহার প্রফেশনাল ব্যাংকিং পার্ট- ১ এ গত বৃহস্পতিবার পাশ করায় এই পরীক্ষার সম্মানী ২০,০০০/- টাকা পান যে টাকায় তার আরাম আয়েশ করার জন্য তিনি কিনা সে সম্মানী থেকে তিনি সমাজে পিছিয়ে পড়া, দুই পা বিহীন দাশুড়িয়া হাইস্কুলের শিক্ষক জনাব মোঃ রুবেল হোসেন কে ১০,০০০/- টাকা আর্থিক সহায়তা ও সম্মাননা স্মারক প্রদানের ব্যবস্থা করেন।এটা একজন আলোকিত মানুষ, আলোর পথের দিশারী দ্বারাই সম্ভব।সমাজ আজ যেখানে বড় বড় পদধারী ব্যক্তিদের সম্মানিত করার নামে তেল দিতে ব্যাস্ত সেখানে এটি ব্যতিক্রম ও মহতী উদ্যোগ। তিনি যেনো নিজেই আলোর পথের দিশারী। জনাব বেলাল হোসেন ম্যানেজার হিসেবে দাশুড়িয়া ৫ বছর এবং মুলাডুলি ৪ বছর ছিলেন তিনি সব জায়গাতেই নিজের উদ্যোগে সমাজের প্রতিবন্ধী, দরিদ্র,টাকা পয়সার অভাবে পড়ালেখা করতে পারেন না তাদের সাহায্য সহযোগিতা করেন। এই ধরনের মহতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জনাব নায়েব আলী বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে অগ্রনী ব্যাংক পাবনা জেলার প্রধান ডিজিএম ইঞ্জিনিয়ার শেখ আকরামুজ্জামান, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব বকুল সরদার, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, দাশুড়িয়া কলেজের প্রিন্সিপাল মোঃ শহিদুল ইসলাম সহ ব্যাংকের বিভিন্ন গ্রাহকগন উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন অগ্রনী ব্যাংক দাশুড়িয়া শাখার বিদায়ী ম্যানেজার জনাব মোঃ বেলাল হোসেন।
Leave a Reply