নিজেস্ব প্রতিনিধি।। আজ বুধবার (৬ই জানুয়ারী) গনভবন থেকে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ভার্চুয়াল যুক্ত হন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
উক্ত অনুষ্ঠানে তিনি বলোন, ‘কাজের জন্য বিদেশ যাওয়ার আগে ভালো ভাবে খোঁজ খবর নিতে হবে। বিদেশে কাজের নামে সোনার হরিণ ধরার জন্য অন্ধের মতো ছুটবেন না’।
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘রিক্রুটিং এজেন্সী এবং প্রবাশী কল্যান মন্ত্রনালয়কে আরো দ্বায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যাতে বিদেশ গামীদের কর্মসংস্হান ও নিরাপত্তা নিশ্চিত হয়। কারণ এর দায় তাদের উপরেও বর্তায়। আসলে মানুষ মনে করে বিদেশ গেলে অনেক টাকা উপার্জন করা যাবে। তাই অনেকে দালালদের খপ্পরে পড়ে অন্ধকারে পা দেয়। তাই আমি বলবো এসব কাজ করবেন না দালালদের প্ররোচনায় পড়বেন না’।
বিদেশগামীদের উদ্যেশ্য করে বলেন, ‘আমরা সারা দেশে ডিজিটাল সেন্টার করে দিয়েছি। সেখানে আপনারা বিদেশ যেতে নিবন্ধন করুন। এর মাধ্যমে যেখানেই কাজের সুযোগ হয় সেখানেই পাঠানো হয়। তবে আপনাদের ধর্য্য ধরকে হবে। কিন্তু আপনারা দালালদের মাধ্যমে বিদেশ গিয়ে যদি বিপদে পড়েন তা নিজের ও পরিবারের জন্য খুবই কষ্টকর। লিবিয়ার মতো যেনো না হয়। এরখম পরিস্হিতির শিকার হবেন না। আমাদের দেশে কাজের অভাব নেই খাবারেরও অভাব নেই। তাই অন্যের প্ররোচনায় ছুটবেন না নিবন্ধন করে নিরাপদে যাবেন এটাই আমরা চাইবো’।
তিনি বলেন, ‘প্রবাসীদের কল্যাণে আমাদের সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। করোনাভাইরাসের কারণে অনেক ক্ষেত্রে অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। কাজেই অনেকেই কাজ হারাচ্ছেন। ব্যাংকের মাধ্যম দিয়ে আমরা ঋণের ব্যবস্থা করেছি। কাজেই আপনারা হতাশ হবেন না। নিজেরাই নিজের দেশে কাজ করেন। আমাদের অনেক মেগা প্রকল্প চলমান রয়েছে। সেখানে বহু কর্মী কাজ পেয়েছে। যারা বিভিন্ন মেগা প্রকল্পে কাজ করছেন, তারা এই অভিজ্ঞতা অর্জনের কারণে দেশে যেমন কাজের সুযোগ পাবেন, তেমনি বিদেশেও পাবেন। সেজন্য আমি বলবো, নিজেদের কথা, পরিবারের কথা অবশ্যই চিন্তা করবেন’।
Leave a Reply