নিজেস্ব প্রতিনিধি।। নীলফামারী জেলার ডোমার উপজেলায় লাল মোহন দাস (২৫) নামের এক যুবক মাদ্রাসা পড়ুয়া সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ করে ধর্ষন করার খবর পাওয়া গেছে।
এই ঘটনায় ডোমার থানা পুলিশ ধর্ষক লাল মোহন দাস কে বুধবার (৬ই জানুয়ারী) পাটগ্রাম উপজেলার বাউরা বাজার হতে গ্রেফতার করেছে। এবং বৃহস্পতিবার (৭ই জানুয়ারী) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।লাল মোহন সদর ইউনিয়নের জালিয়াপাড়ার বাসিন্দা।
ডোমার থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, গত বুধবারে দেবীগন্জ দাখিল মাদ্রাসা যাওয়ার সময় পাগলাবাজার এলাকা থেকে ছাত্রীটিকে মাইক্রোবাস যোগে অপহরণ করে নিয়ে যায়। মেয়েটির পিতা থানায় অভিযোগ করায় তথ্য প্রযুক্তির সাহায্যে আসামি গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply