স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী।। জোর পূর্বক জমি দখল করে
স্বপ্নদ্বীপ রিসোর্ট সম্প্রসারণ করার অভিযোগ এনে
জয়নগর গ্রামবাসীদের একাংশ মানববন্ধন,সমাবেশ ও
বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার বেলা এগারোটা
থেকে বারোটা পর্যন্ত পাকশী বাইপাস রোডের জয়নগর
বোর্ডঘর মোড়ে এসব কর্মসূচি পালন করা হয়। এতে
বক্তব্য দেন,¯^পন,আব্দুল বারী,টুম্পা,মাবিয়া,ও আইরিন
ফারজানাসহ অন্যরা। বক্তারা অভিযোগ করে বলেন,
স্বপ্নদ্বীপ রিসোর্টের মালিক খাইরুল ইসলাম হাজী
জোরপূর্বক জমি দখল করে রিসোর্ট সম্প্রসারণ করছে। তারা বলেন, রিসোর্টে গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে গানবাজনা হওয়ায় পড়াশোনা,নামাজকালাম পড়া ও
ঘুমের ব্যাঘাত ঘটে। তারা এসব কার্যকলাপ বন্ধের
দাবিও জানান। মানববন্ধন-সমাবেশ ও মিছিলের বিষয়ে স্বপ্নদ্বীপ রিসোর্টের মালিক খাইরুল ইসলাম হাজী বলেন, আমি বেশী দামে জমি কিনে রিসোর্ট করেছি। গরীব মানুষ
কাউকে এক টাকাও ঠকায়নি। কিছু স্বার্থন্বেষী মহলের সদস্যরা অবৈধ সুবিধা নিতে ব্যর্থ হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে গ্রামবাসীকে দিয়ে এসমস্ত কর্মসূচি করেছে। দু’নম্বর চাঁদাবাজ ও ধান্দবাজরা সব সময়ই এলাকায় এধরনের ঘটনা ঘটিয়ে থাকে। প্রকৃত ঘটনা হলো আমি এমপি সাহেবের বোনের জমি ক্রয় করার পর আমাকে জমি বুঝিয়ে দেওয়া না হলে এমপি সাহেবের কাছে বিচার দেই। এমপি সাহেব সঠিকের পক্ষে জমি বুঝিয়ে দিতে তার বোনকে বললেও বোন জমি বুঝিয়ে না দিয়ে ঐ সুবিধাবাদীদের পক্ষ নেয়।
Leave a Reply