অনলাইন ডেক্স।। চিত্রনায়ক রাজের সঙ্গে পরিমনির দাম্পত্য জীবনের কলহের জেরে তুমুল সমালোচনার মধ্যে প্রকাশ্যে দেখা গেল চিত্রনায়িকা পরীমণিকে। তার অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার প্রচারে আজ বুধবার সকালে ঢাকার বিএএফ শাহীন কলেজে হাজির হন তিনি। তরুণ চলচ্চিত্র নির্মাতা আবু রায়হান জুয়েল পরিচালিত সিনেমাটি আগামী ২০ জানুয়ারি মুক্তি পাবে। পরিবারের সঙ্গে শিশু শিক্ষার্থীদের নিয়ে ছবিটি দেখার আহ্বান জানান পরীমনি। শিশুদের ভ্রমণের গল্প নিয়ে মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি।নতুন বছরের শুরুতেই আলোচনার কেন্দ্রে রয়েছেন পরীমনি। রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তিনি। রাজও তাঁর সঙ্গে সংসার করবেন না বলে জানিয়ে দিয়েছেন। এ ব্যাপারে পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে গণমাধ্যমের শিরোনামে এসেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার খোরাক জুগিয়েছেন তাঁরা দুজনেই।
Leave a Reply