স্টাফ রিপোর্টার,ঈশ্বরদ।। রুপপুর পারমাণবিক
বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে বাংলাদেশ বিশ^ভ্রাতৃত্বের
মিলন স্থলে পরিণত হয়েছে ঈশ^রদী গ্রীণসীটি
সিফুড স্টেশন সেটা প্রমাণ করেছে বলে মন্তব্য
করেছেন, পাবনা ক্যাডেট কলেজের পঞ্চম ব্যাচের রি-
ইউনিয়নে অংশ গ্রহনকারী দেশের উচ্চ পদস্থ
কর্মকর্তাবৃন্দ। তিনদিন ব্যাপি রি-ইউনিয়নের
প্রথম দিন বৃহস্পতিবার বিকেলে ঈশ^রদীর
ঐতিহ্যবাহী গ্রীণসীটি সিফুড স্টেশনে
আয়োজিত কফি আড্ডায় অংশ গ্রহনকারী উচ্চ
পদস্থ কর্মকর্তারা এসব কথা বলেন। গ্রীণসীটি
সিফুড স্টেশন ও রি-ইউনিয়নের অংশগ্রহণকারী
কর্মকর্তা পরিবারের সদস্যদের সমš^য়ে
আয়োজিত কফি আড্ডায় অংশ নিয়ে বক্তব্য
দেন,ঢাকা বিশ^বিদ্যালয়ের মাইক্রোবাইয়োলোজি
বিভাগের অধ্যাপক ড.মোহাম্মদ মঞ্জুরুল
করীম,বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরীর অতিরিক্ত পরিচালক কর্ণেল মোঃ বনি ইয়ামিন,এনএসএল এর
পরিচালক নাজমুল হাসান, শহীদ তাজউদ্দিন আহমেদ
মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ আবেদুর
রশিদ, নাহার এগ্রোগ্রæপের কো-এডিনেটর
জিয়াউসসামস্ সেতু,ইউনাইটেড ব্রিকস্
ট্রেডিং এর ¯^ত্ত¡াধিকারী মোঃ রবিউল আলম
সরকার ও ঈশ^রদী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক
রফিকুল ইসলাম লিটন। এসময় পাবনা ক্যাডেট
কলেজের পঞ্চম ব্যাচের সেনা,নৌ,বিমান বাহিনীর
উচ্চপদস্থ কর্মকর্তাসহ অন্যান্য শিক্ষাবিদ,উচ্চ
পদস্থ কর্মকর্তা,বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক ও
প্রধানগণ উপস্থি ছিলেন।
তারা আরো বলেন,আরএনপিপির কারণে
গ্রীণসীটি সিফুড স্টেশন কর্তৃপক্ষসহ
রাশিয়ানদের সেবায় নিয়োজিত অন্যান্য
প্রতিষ্ঠান কর্তপক্ষের প্রচেষ্টায় ঈশ^রদীতে
রাশিয়ান ও বাংলাদেশী দু’টি ভিন্ন জাতির মধ্যে
যে চমৎকার কালচার গড়ে উঠেছে তাতে ঈশ^রদীকে
মিনি রাশিয়াও বলা যায়। এখানকার অধিবাসীরা
যেভাবে রাশিয়ান কালচারকে ধারন করছেন তাতে
রাশিয়ায় বাংলাদেশের ম্যান পাওয়ার স্টোরের একটা
সুযোগ সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যাক্ত করে তারা
আরো বলেন,জানতে পেরেছি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলমান থাকলেও বাংলাদেশের উত্তর
ও দক্ষিানাঞ্চলের প্রবেশ দ্বার বলে খ্যাত ঈশ^রদীতে
দু’টি ভিন্ন জাতির মধ্যে একটা চমৎকার
সম্মিলন গড়ে উঠেছে যা সারা পৃথিবীর নজর
কেড়েছে।
Leave a Reply