স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদী থেকে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত ৮৫ কিলোমিটার দীর্ঘ রেললাইনের শতভাগ নিরাপত্তা নিশ্চিত কল্পে ঘনকুয়াশা ভেদ করে জিআইবিআর পরিদর্শন করা হয়েছে।
এই রুটে কমার্শিয়াল্লি আপারেশন চালু হলেও সিগন্যালিং অপারেশন চালু না হওয়ায় রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রথম জিআইবিআর পরিদর্শন কাজে অংশ নেন, বাংলাদেশ রেলের গভার্মেন্ট ইনস্পেক্টর জেনারেল (জিআইবিআর)রুহুল কাদির আজাদ। এসময় তাকে সহযোগিতা করেন,পাকশী বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফি নূর মোহাম্মদ,পাকশী বিভাগীয় প্রকৌশলী-টু বীরবল মন্ডল, পাকশী বিভাগীয় সেতু প্রকৌশলী আব্দুর রহিম, পাকশী বিভাগীয় পরিবহণ কর্মকর্তা আনোয়ার সুমন, পাকশী বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন,পাকশী বিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তা রিফাত শাকিল ও পাকশী বিভাগীয় সহকারী নির্বাহী প্রকৌশলী শিপন মাহমুদসহ সংশ্লিষ্ট বিভাগীয় ও সহকারী বিভাগীয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ঈশ্বরদী স্টেশন ইয়ার্ড থেকে শুরু করে ঈশ্বরদী বাইপাস আউটার সিগন্যাল পয়েন্ট, মাঝগ্রাম স্টেশন পয়েন্টসহ ৮৫ কিলোমিটার রেল লাইনের নিরাপত্তা নিশ্চিত কল্পে বিভিন্ন উপাদান পরীক্ষা, বিভিন্ন ফুট ওভার ব্রীজ ও ওভারব্রীজ এবং সিগন্যালিংয়ের অবস্থা শক্তভাবে পরীক্ষা করে সন্তোষ প্রকাশ করেন পরিদর্শনকালে জিআইবিআর রুহুল কাদির আজাদ সাংবাদিকদের জানান, নতুন রাষ্ট্রপতি জনাব সাহাবুদ্দিন মহোদয়ের বাড়ি পাবনা জেলায় আমি এইজন্য বেশী খুশি যে, আমিও ঈশ্বরদী থেকে পাবনা শহর হয়ে ঢালারচর রেললাইনের প্রথম ইনস্পেকশনে আসতে পেরেছি।
Leave a Reply