স্টাফ রিপোর্টার।। পাকশি হার্ডিং ব্রিজ ও লালনশাহ্ সেতুর মাঝখানে বৈধভাবে লিজকৃত রেলের জমির উপরে জনমুখী ও পরিবেশবান্ধব কাজের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ রাতে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে পাকশি হার্ডিং ব্রিজ পিকনিক স্পট ও লালন শাহ্ কফি হাউজের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মুক্তার হোসেন মুক্তি এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য পাঠ করেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, বৈধভাবে লিজকৃত রেলের জমির উপরে জনমুখী ও পরিবেশবান্ধব কাজ করার পরেও একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।এই জমির উপরে আমি বানায়ন করেছি যা পরিবেশবান্ধব। হার্ডিং ব্রিজ ও লালন শাহ সেতুর কারণে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে বেড়াতে আসে। কিন্তু দর্শনার্থীদের জন্য সুপেও পানি, পয়ঃনিষ্কাশন ও বসার কোন জায়গা ছিল না। আমি নিজ উদ্যোগে এই জমির উপরে সুপেয় পানি, টয়লেট ও বসার জন্য সুব্যবস্থা করেছি। যা বিনা পয়সায় দর্শনার্থীরা ব্যবহার করেন। জনস্বার্থে এই ধরনের প্রতিষ্ঠান এখানে থাকা উচিত বলে মনে করেন এলাকাবাসী। এবং দর্শনার্থীরাও এখন বেড়াতে এসে অনেক স্বাচ্ছন্দ্যবোধ করছেন।
আমার এই ভালো কাজের বিরুদ্ধে যেন কোন কুচক্রী মহল ষড়যন্ত্র করে সফল হতে না পারে, এবং জনদুর্ভোগের কথা চিন্তা করে বিনীতভাবে উপর মহলের দৃষ্টি আকর্ষণ করছি।
Leave a Reply