স্টাফ রিপোর্টার।। ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ডাক দেন।বলেছিলেন, ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। বঙ্গবন্ধুর ভাষণে উদ্বুদ্ধ হয়ে এদেশের দামাল ছেলেরা পরাধীনতার শৃংখল ভেঙে দেশকে স্বাধীন করার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ে মহান মুক্তিযুদ্ধে।জীবন বাজি রেখে ছিনিয়ে আনে এদেশের স্বাধীনতা।এই ঐতিহাসিক ভাষণ বিশ্ব স্মৃতির আন্তর্জাতিক নিবন্ধনের স্বীকৃতি পেযেছে।
ঈশ্বরদী উপজেলা ও পৌর আওয়ামী লীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠন দলীয় কার্যালয়ে যথাযথ মর্যাদায় এই ঐতিহাসিক দিবসটি পালন করেন। সকাল আটটায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনসমূহ পুষ্পমাল্য অর্পণ করেন। পাবনা ৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এর পক্ষ থেকে পুষ্প মাল্য অর্পণ করা হয়।
এরপরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলি বিশ্বাস এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক পৌর মেয়র ইসহাক আলী মালিথার নেতৃত্বে উপজেলা ও পৌর আওয়ামী লীগের পুষ্প মাল্য অর্পণ করা হয়। এ সময় শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর হোসেন ও ইব্রাহিম হোসেন, যুবলীগ নেতা শিরহান শরীফ তমাল, মিলন চৌধুরী, রুহুল আমিন কুদ্দুস, আরিফুল ইসলাম লিটন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদ রানা, সজীব মালিথা, ছাত্রলীগ নেতা আরমান খন্দকার ও মারুফ হাসানের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এছাড়াও মহিলা আওয়ামী লীগ, মহিলা জাতীয় শ্রমিক লীগ, মহিলা আওয়ামী যুবলীগ নেতাকর্মীরা এবং অন্যান্য সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করেন।
Leave a Reply