স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী।। আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ঈশ্বরদী বাজারের কতিপয় ব্যবসায়ীসহ শহর ও গ্রামের রাস্তার পাশের কতিপয় ব্যবসায়ীরা নিত্য খাদ্য পণ্য, কসমেটিক আইটেম, সারবীজ, ওষুধ তেলসহ নানা প্রকার নকল পন্য বিক্রির মহোৎসব শুরু করেছে। সংশ্লিষ্ট
বিষয় প্রতিরোধের দায়িত্বশীলদের কেউ কেউ রহস্যজনক ভাবে তাদের এসব নকল ও ভেজাল পণ্য বিক্রিতে সমর্থন রয়েছে । এতে সহজসরল ক্রেতারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন ঐসব অসৎ ব্যবসায়ীদের কারণে। আবার কৃষি ক্ষেত্রেও মারাত্মক ক্ষতির শিকার হতে হচ্ছে কৃষকদের মাঝে মধ্যে ভোক্তা অধিকারের পক্ষ থেকে বিভিন্ন নকল ও ভেজাল পণ্য বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালানো হলেও প্রশাসনের অন্য কোন কর্মকর্তাদের অভিযান চোখে পড়েনা বললেই চলে। নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ
কর্মকর্তা, ঈশ্বরদীর সচেতন মহলের একাধিক ব্যক্তি ও ভুক্তভোগীদের দেওয়া অভিযোগ সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্রমতে, ব্রিটিশ আমল থেকেই ঈশ্বরদী এলাকা উন্নত। যোগাযোগ ব্যবস্থাও দেশের অনেক জেলা শহরের চেয়েও বেশী উন্নত। নানা কারণেই এখানে বিভিন্ন কল কারখানা গড়ে উঠেছে। বৈধ ব্যবসা-বাণিজ্যেও এখানকার মানুষ অনেক এগিয়ে রয়েছে। একইভাবে অবৈধ ব্যবসা-
বানিজ্যরও সুযোগ থাকায় কিছু মানুষ তা করে যাচ্ছে। দেশী বিদেশী মানুষের অবস্থান থাকাটাও নকল ও ভেজাল পণ্য আমদানী,উৎপাদন ও বিক্রির সুবিধা বেশী বলে ভিন্ন ভিন্ন সূত্র জানায়। এক পুলিশ কর্মকর্তার অভিযোগমতে, বাজারের কয়েকটি কসমেটিক দোকানে খোজ করলেই
নকল কসমেটিক আইটেম পাওয়া যাবে। যেসব নকল কসমেটিক গুলো কলকাতা বাজারের ফুটপাত থেকে কিনে এনে বেশী দামে বিক্রি করা হয়। বিভিন্ন এলাকার ফ্যাক্টরীতে উৎপাদিত নকল সার বীজ ওষুধ প্রকাশ্যে
বিক্রি করা হলেও দেখার কেউ নেই। এছাড়াও ঈদকে সামনে রেখে নকল খাদ্য পণ্য উৎপাদনকারী ব্যবসায়ীরা তৎপর হয়ে উঠেছে। নামি দামি কোম্পানীর আদোলে সিল, স্টিকার লাগিয়ে নকল কৃষিপণ্য বিক্রি করা হচ্ছে। একই ভাবে নানা প্রকার নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য তৈরী ও বিক্রি করে প্রতারণা করা হলেও রহস্যজনক কারণে সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা দেখেও না দেখার ভান করে সময় ক্ষেপন করে যাচ্ছেন। গতকাল রবিবার বাজার রোডের মৌসুমি এন্টার প্রাইজের মালিক মাজদার হোসেনকে ছয় প্রকার নকল কীটনাশক বিক্রির অপরাধে একলক্ষ টাকা জরিমানা করা হয় ভোক্তা অধিকারের অভিযানে। স্টেশন বাজারের সাজ সমাহারের মালিককে নকল পণ্য বিক্রির অভিযোগে পাঁচ হাজার টাকা এবং করবী শাড়ী ঘরের মালিককে দু’হাজার টাকা জরিমানা করা হয়। এসব জরিমানা করায় ভোক্তা অধিকারকে অভিনন্দন জানানো হয়েছে ভুক্তভোগীদের পক্ষ থেকে।
Leave a Reply