স্টাফ রিপোর্টার, ঈশ্বরদীর ।। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার মধ্যে ব্যক্তি মালিকাধীন শীর্ষ স্থানীয় রিসোর্টের মধ্যে ঈশ্বরদীর স্বপ্নদ্বীপ রিসোর্টে আলোচনাসভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঈদ-উল ফিতর উপলক্ষে স্বপ্নদ্বীপ রিসোর্টে আগত ২৫ হাজার দর্শনার্থীদের প্রবেশ টিকিটের অনুকুলে লটারী ও পুরস্কার বিতরণ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে প্রতিষ্ঠানের নিজস্ব মঞ্চে ও হল রুমে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছলিমুর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগনেতা আব্দুল মজিদ বাবলু মালিথা। স্বপ্নদ্বীপ রিসোটের মালিক ও খাইরুল গ্রুপ অব ইন্ডাষ্ট্রির চেয়ারম্যান আলহাজ খায়রুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সচীব তৌহিদ আক্তার পান্না,সহকারী ভ’মি কর্মকর্তা আফসার আলী ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন ও সাংবাদিক সেলিম সরদার। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে আলহাজ খায়রুল ইসলাম ঘোষনা দিয়ে বলেন,সকল শ্রেণীপেশার মানুষের ভাল লাগার জন্য যাকিছু করা প্রয়োজন আমি তা করব। লটারী শেষে বিজয়ীদের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে ডাইমন্ডের আংটি, দ্বিতীয় পুরস্কার স্মার্ট মোবাইল ফোন ও তৃতীয় পুরস্কার হিসেবে স্মার্ট ঘড়ি তুলে দেন অতিথিরা। ভূঁয়সী প্রশংসা পাওয়ার মত রিসোর্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রথমবারের মত ব্যতিক্রমী এসব আয়োজন ২৫ হাজার দর্শনার্থীসহ এলাকাবাসীদের ব্যাপকভাবে আকৃষ্ট করে।
Leave a Reply