স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী।। ভয়ানক বজ্রপাতের কবলে পড়ে ঈশ্বরদীর প্রত্যন্ত চরাঞ্চল চরকুড়ুলিয়ার চরে গরুর বাথানের মালিক সজিব (২৫) সহ চৌদ্দটি গরু ও একটি ভেড়া নিহত হয়েছে। নিহত সজিব চরকুড়ুলিয়ার আলহাজের ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় ঈশ্বরদী এলাকায় ঝড় বৃষ্টি হলে শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দুরের চরকুড়ুলিয়ার চরে প্রচন্ড বজ্রপাত হয়। এসময় বজ্রপাতের শিকার হয়ে গরুর বাথানের মালিকসহ গরু ও ভেড়ার মর্মান্তিক নিহতের ঘটনা ঘটে। নিহতের ঘটনার পরও বাড়ির লোকজন সংবাদ জানতে পারেনা। পরে প্রতিদিনের ন্যায় সজিব গরু চড়িয়ে বাড়ি ফিরতে দেরি হওয়ায় বাড়ির লোকজন খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে রাত প্রায় নয়টায় ঘটনাস্থলে গিয়ে বজ্রপাতে তাদের নিহতের ঘটনা জানাজানি হয়। ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার নিহতের কারণ নিশ্চিত করে জানান,ঐদিন সন্ধ্যায় ঝড়বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে নিহতের ঘটনা ঘটে।
Leave a Reply