প্রযুক্তি ডেক্স।। বাবার সাথে ২০০৪ সালে ঢাকা বেড়াতে আসে তানিয়া ফুফুর বাসায়। তখন তার বয়স ছিলো ৮ বৎসর। একদিন ফুফুর বাসা থেকে বেড়াতে বের হয়ে রাস্তা হারিয়ে এক পর্যায়ে ফুফাতো বোনের স্কুলে যায় সে। স্কুলের দারোয়ান ঢুকতে না দেয়ায় বদলে যায় তানিয়ার জীবন।
এক বাসায় ঠাঁই হয় এক দিনের জন্য, পরে অন্য একটি পরিবার তাকে নিয়ে গিয়ে মেয়ের মতো বড় করতে থাকে। বিয়েও দেয় এবং সে এখন দুই সন্তানের জননী। এখোনো তার পরিবার হারানোর বেদনা তাকে তাড়া করে বেড়ায়।
একদিন তার স্বামী ও তার বন্ধু তানিয়ার হারানোর ব্যাপারে যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যটাস দেন। এরপর তার বাবা মায়ের চোখে পড়ে এই স্ট্যটাস। ঠিকানা যোগাড় করে বাবা মা ছুটে আসেন মেয়ে তানিয়ার কাছে। দেখা হয়ে যায় ১৭ বৎসর পর।
তানিয়ার বাবার বাড়ি গোপালগন্জের কোটালিপাড়ায় আর শ্বশুর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়।
গত রোববার (১০ই জানুয়ারী) সে স্বামী সন্তান সহ শশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যায়। তারা সবাই এতোদিন পরে একসাথে হয়ে আবেগ আপ্লুত হয়ে পড়ে।
Leave a Reply