স্বাধীনতার কন্ঠ।। মঙ্গলবার (১২ ই জানুয়ারি) সাকরাইন ঘুড়ি উৎসব- ১৪২৭ উপলক্ষে মেয়র হানিফ অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিন সিটি মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে করা মানহানি মামলা প্রত্যাহারের অনুরোধ জানান।
ফজলে নূর তাপস বলেন, দেশের মানুষ বিষয়টাকে হাস্যকর হিসেবে দেখছে। এর আগেই আমি বলেছি, দায়িত্ববান পদে থাকলে অনেকেই অনেক কথা বলবে। গতকাল যে মামলা করেছে, তার সঙ্গে আমি জড়িত নাই। অতি উৎসাহী কিছু লোক এই মামলা করেছে। আমি তাদেরকে মামলা প্রত্যাহার করার জন্য বলবো।
গত শনিবার (৯ জানুয়ারি) ঢাকায় এক মানববন্ধনে সাবেক মেয়র সাঈদ খোকন শেখ ফজলে নূর তাপস মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছেন বলে দাবি করেন।
তারপর বর্তমান মেয়রের বিরুদ্ধে সাবেক মেয়র সাঈদ খোকনের মানহানিকর বক্তব্যের কারনে তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন মেজিস্ট্রেটের আদালতে পৃথক দুইটি মামলা দায়ের করেন গত সোমবার (১১ জানুয়ারি)। একটি মামলার বাদী কাজী আনিসুর রহমান অপর মামলাটি করেন অ্যাডভোকেট মো. সারওয়ার আলম।
Leave a Reply