খুলনা জেলা ও মহানগর নির্বাচনী এলাকায় মোবাইল/স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি দায়িত্ব পালন করছে। ১৯ প্লাটুন বিজিবি সমগ্র জেলায় মোতায়েন রয়েছে। এছাড়া অতিরিক্ত নিরাপত্তার জন্য বিজিবি প্লাটুনের সাথে এপিসি মোতায়েন করা হয়েছে।
ভোলায় আইনশৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ডের কার্যক্রম পরিদর্শন করেছেন, কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী।
পঞ্চগড় ১৮ বিজিবির উদ্যোগে দুপুরে শহরের শেরে বাংলা পার্ক এলাকা থেকে বিজিবি’র তল্লাশি কার্যক্রম শুরু হয়।গুরুত্বপূর্ণ স্থানগুলোতে “ডগ স্কোয়াড” সদস্যদের নিয়ে মাঠ পর্যায়ে তল্লাশি কার্যক্রম শুরু হয়।
নির্বাচনে নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত পুলিশদের নিয়ে পাবনায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।জেলার ৫টি আসনের ৭০১টি ভোট কেন্দ্রের দায়িত্ব পালন করবে প্রায় ১৮শ ৭৩ জন পুলিশ এবং সাড়ে ৮ হাজার আনসার সদস্য।
চুয়াডাঙ্গা দুটি সংসদীয় আসনের নির্বাচন কেন্দ্র ও নির্বাচনী এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। বিভিন্ন দপ্তরের গোয়েন্দা সংস্থার সদস্যদের কড়া নজরদাড়িতে থাকবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো।
Leave a Reply