সোনম কাপুর বরাবরই একজন ফ্যাশন আইকন ছিলেন। তাঁর সাজ,পোশাক দিয়ে বারবার সবার নজর কেড়েছেন। এমনকি মা হওয়ার পরও তিনি এতটুকু বদলাননি। গত কয়েক দিনে নানা রূপে,নানা সাজে একের পর এক ছবি দিয়ে চমকে দিচ্ছেন সোনম কাপুর। চলুন দেখে নিই তাঁর ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত কিছু ছবি ও বিস্তারিত তথ্য।
রোববার সকাল সাড়ে ১০টায় এ ছবি শেয়ার করেন সোনম। চেষ্টা আর সঠিক পথে পরিশ্রম করলে পুরোনো চেহারায় ফেরা যায়,বলিপাড়ায় তার অন্যতম উদাহরণ সোনম কাপুর। গত বৃহস্পতিবার সকালে ইনস্টাগ্রামের পাতায় ‘নতুন’ সোনমের ছবি দেখে তাই স্বাভাবিকভাবেই চোখ ধাঁধিয়েছে অনুরাগীদের।
সোনমের পরনে সোনালি জরির কাজ করা জমকালো লেহেঙ্গা,কানে ঝোলা দুল,চুল টেনে খোঁপা করে বাঁধা—নতুন বছরের শুরুতে চমক দিলেন সোনম। ২০২২ সালের আগস্ট মাসে মা হয়েছেন সোনম। কিন্তু মা হওয়ার পরবর্তী যে ‘স্ট্রাগল’, সেটা শেষ হয়নি। তবে সোনমকে দেখে তা অবশ্য বোঝার উপায় নেই। ছেলের জন্মের ১৬ মাসের মাথায় নতুন রূপে ধরা দিলেন ‘প্রেম রতন ধন পায়ো’র নায়িকা।
সোনম নিজেই জানিয়েছেন,তিনি কোনো ক্র্যাশ ডায়েট করেননি। স্লিম হওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা জিমেও পড়ে থাকেননি। ফিট থাকতে যতটুকু শরীরচর্চা করা যায়,সেটুকু। দীর্ঘ দেড় বছরের একটু বেশি সময়ের পর বিশেষ কোনো চেষ্টা ছাড়াই আবার পুরোনো চেহারায় ফিরে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অভিনেত্রী।
সোনমকে শেষ বড় পর্দায় দেখা গিয়েছিল ২০১৯ সালে,‘দ্য জোয়া ফ্যাক্টর’ ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে ছিলেন দক্ষিণি নায়ক দুলকর সালমান। এরপর ওটিটিতে ‘একে ভার্সেস একে’-তে বাবা অনিল কাপুরের সঙ্গে তাঁকে ক্যামিও হিসেবে দেখা গিয়েছিল। এরপর শিল্পপতি আনন্দ আহুজাকে বিয়ে, মা হওয়া—সবকিছু নিয়ে চরম ব্যস্ত ছিলেন সোনম।
বক্স অফিসে খুব বেশি সুপারহিট সিনেমা দিতে পারেননি তিনি। তবে নীরজার মাধ্যমে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন। লাইফস্টাইল এশিয়ার প্রতিবেদন মোতাবেক,৯৫ কোটি টাকার সম্পত্তি রয়েছে সোনম কাপুরের।
কারনলেজ ডটকমের প্রতিবেদন অনুযায়ী,চলতি বছরে ১১৫ কোটির ব্যাংক ব্যালেন্স রয়েছে তাঁর। বছরে ১২ কোটিরও বেশি টাকা আয় করেন তিনি। সেই হিসাব অনুযায়ী, সোনম কাপুরের মাসিক আয় এক কোটির বেশি। সোনম কাপুর ছুটে বেড়াতে ভালোবাসেন।
সিনেমার পাশাপাশি বিজ্ঞাপন থেকে মোটা টাকা আয় করেন সোনম। এটিই তাঁর আয়ের মূল উৎস। ল’রিয়েল প্যারিস, কল্যাণ জুয়েলার্স, স্নিকার্স, মাস্টারকার্ড ইন্ডিয়া, কোলগেটসহ একাধিক জনপ্রিয় ব্র্যান্ডের মুখ সোনম।
সোনম কিন্তু অভিনয়ের পাশাপাশি প্রযোজনা শুরু করেছেন। টেলিভিশনে সঞ্চালনার কাজও করেন তিনি। এ ছাড়া রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে পছন্দ করেন অনিল কাপুরের সুযোগ্য কন্যা।
Leave a Reply