উত্তরের জনপদে জেঁকে বসেছে শীত। তীব্র ঠাণ্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় জেকে বসেছে তীব্র শীত। থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা।
বিশেষ করে ছিন্নমূল মানুষগুলো পড়েছেন অন্তহীন দুর্ভোগে। পথের ধারে খড়কুটো জ্বালিয়ে তারা শীত নিবারনের চেষ্টা করছে। দিনের বেলায় সড়কে গাড়ি চলছে হেড লাইট জ্বালিয়ে। ঘর থেকে মানুষ বিনা প্রয়োজনে বের হচ্ছেনা। সবচেয়ে কষ্টে আছেন বৃদ্ধ ও শিশুরা।
সিরাজগঞ্জে ঘণ কুয়াশা আর উত্তরের হিমেল বাতাশের কারনে জেকে বসেছে তীব্র শীত। দিনের বেলায় সড়কে গাড়ী চলছে হেড লাইট জ্বালিয়ে। ঘর থেকে মানুষ বিনা প্রয়োজনে বের হচ্ছেনা। সবচেয়ে কষ্টে বৃদ্ধ ও শিশুরা। জনজীবন স্থবির হয়ে পরেছে।
আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) ভোর সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। কনকনে বাতাসের সাথে ঘন কুয়াশায় গরম কাপড়ের অভাবে দূর্ভোগে পড়ছে পঞ্চগড়ের নিম্ন আয়ের সাধারণ মানুষ।
এদিকে দিনের বেলায় জেলার গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে যানবাহানগুলোর ডেহলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে। তবে ঠান্ডার সাথে ঘনকুয়াশার তীব্রতা বাড়ায় বেলা বাড়লেও মানুষের উপস্থিতি অনেকটাই কম লক্ষ করা গেছে। এদিকে দুপুর দাগাদ হয়ে আসলেও দেখা মিলেনি সূর্যের মুখ। অপরদিকে জীবনের তাগিদে কর্মক্ষেত্রে ছুটে চলতে দেখা গেছে কিছু নিম্ন আয়ের মানুষকে।
Leave a Reply