গোপালগঞ্জ প্রতিনিধি : দেশের মানুষের কল্যাণে যা যা করা দরকার আওয়ামী লীগ সরকার তা করবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কে কি বলল সেটা নিয়ে চিন্তার সময় নেই।
রোববার সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এসশয় জনপ্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, কারো মন্তব্যে কখনো ঘাবড়ানো যাবে না, নিজেদের আত্মবিশ্বাস নিয়ে সব সময় এগিয়ে যেতে হবে। জনগণের কল্যাণে নিবেদিত থাকার আহবান জানান প্রধানমন্ত্রী।
এর আগে দেশের মাটি ও মানুষের শক্তিতেই সোনার বাংলা গড়ে তোলা হবে, কোন ষড়যন্ত্র আমাদের অগ্রযাত্রা থামাতে পারবে না- বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলা চত্বরে কোটালীপাড়া আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে, তিনি একথা বলেন।
এসময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপির নির্বাচন বানচালের ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে জনগণ। দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। নির্বাচনকে ঘিরে যারা অগ্নিসন্ত্রাস করেছে, মানুষ পুড়িয়ে মেরেছে এবং যারা হুকুমদাতা তাদের সাজা নিশ্চিত করা হবে- বলে জানান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Leave a Reply