ডেস্ক প্রতিবেদক : তীব্র শীতের কবলে সারাদেশ, ঘনকুয়াশার দাপট। ঠান্ডায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। এদিকে, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে স্কুল বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে।
বেলা বাড়লেও সূর্যের দেখা না মেলায়, ঠান্ডায় কাবু হয়ে পড়েছে রাজধানীসহ দেশের প্রায় সব এলাকা। কুয়াশায় দুর্ঘটনা এড়াতে, সড়কে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। তবে বিভিন্ন এলাকায় নদ-নদী তীরবর্তী চরাঞ্চলগুলোতে ঠান্ডার প্রকোপ বেশী থাকায়, সেখানকার খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ কষ্টে রয়েছেন।
টানা শীতে বয়স্ক মানুষ আর শিশুরা ঠান্ডাজনিত অসুস্থতায় পড়ছেন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৯ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস।
মাসুদ / নিউজ
Leave a Reply