স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী: ঈশ্বরদী সরকারী কলেজসহ ঈশ্বরদী অঞ্চলের এক সময়ের তুখোর ছাত্রলীগনেতা, ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সর্বজন শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা আলহাজ নায়েব আলী বিশ্বাস (৮৮) ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি—রাজিউন)।
সদা হাস্যোজ্জল আওয়ামীলীগের এই নেতা দীর্ঘদিন থেকে ঢাকার ইবনেসিনা হাসপাতালে চিকিসাধীন থাকা অবস্থা শনিবার সকাল ১০ টা ১০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র ছেলেসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন।
নায়েব আলী বিশ্বাস ছাত্রলীগ থেকে শুরু করে যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পদে সঠিকভাবে দায়িত্ব পালন করেন। সদ্য সমাপ্ত জাতীয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অসুস্থ হওয়ার পূর্ব পর্যন্ত নিরলস ভাবে নৌকার পক্ষে কাজ করে গেছেন। তাঁর মৃত্যুর সংবাদ পেয়ে সদ্য নির্বাচিত পাবনা-৪ আসনের এমপি গালিবুর রহমান শরীফ ও সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টসহ অনেক শোভা কাঙ্খিরা হাসপাতালেই তাকে দেখতে যান।
এদিকে তার মৃত্যুতে সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল হক টুকু এমপি,সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না এবং ঈশ্বরদী উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
আজ শনিবার বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার এবং রাত সাড়ে আটটায় পূর্ব টেংরী কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।
Leave a Reply