ডেস্ক প্রতিবেদক : গ্যাস সরবরাহ বিঘ্নের কারণে চট্টগ্রামে ভোগান্তির শেষ হয়নি। এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু হলেও, পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। অনেক বাসা বাড়িতে এখনো চুলা জ্বলছে না, সিএনজি স্টেশনে গ্যাস পাচ্ছে না যানবাহন। এদিকে, নারায়ণগঞ্জ-গাজীপুর শিল্পাঞ্চলেও গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ার প্রভাব পড়ছে কারখানায়।
চট্টগ্রামে এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। তবে পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। কোনো এলাকায় গ্যাস মিলছে, তো কোনো এলাকায় মিলছে না। বাসাবাড়িতে গ্যাস না পেয়ে দুর্ভোগে নগরবাসী। সিএনজি স্টেশনগুলোতেও গ্যাসের অপেক্ষায় যানবাহন। গ্যাস আসলেও তাতে চাহিদার সংকুলনা হচ্ছে না।
এদিকে, নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায়ও গ্যাস সরবরাহ কম। অনেক আবাসিক এলাকায় সিলিন্ডার গ্যাস বা কেরোসিনের চুল জ্বালিয়ে রান্না কাজ সারছেন বাসিন্দা। এছাড়া গ্যাস সংকটের কারণে কলকারখানায় ব্যহত হচ্ছে উৎপাদন।
গাজীপুরের শিল্পাঞ্চলে গ্যাস সংকটের কারণে টঙ্গী, বোর্ডবাজার,কোনাবাড়ি, কাশিমপুর,কালিয়াকৈর ও শ্রীপুরের বিভিন্ন এলাকার বেশিরভাগ কারখানায় প্রভাব পড়েছে।কর্তৃপক্ষের কাছে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন আবাসিক ও শিল্প গ্যাস ব্যবহারকারীরা।
Leave a Reply