ডেস্ক প্রতিবেদক : হালনাগাদকৃত তালিকা অনুযায়ী, দেশে এখন ভোটার সংখ্যা ১২কোটি ১৭লাখ ৭৫ হাজার ৪৫০জন।
দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন, ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
এসময় তিনি বলেন, আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। আর এই তালিকা ধরেই হবে আগামী উপজেলা নির্বাচন হবে বলেও জানানো হয়।
ইসি জানায়, হালনাগাদকৃত তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন। ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতি বছর ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কাজ থাকায় ২ তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে পারেনি কমিশন।
খসড়া তালিকা অনুযায়ী পুরুষ ভোটার ৬ কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭ জন, নারী ভোটার ৫ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ জন এবং হিজড়া ভোটার ৯২৪ জন।
Leave a Reply