চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে গ্যাস সরবরাহে মারাত্মক বিপর্যয় শুরু হয়েছে।নগর জুড়ে গত দুইদিন আবাসিক ও বাণিজ্যিক খাতে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ ছিল। গতকাল সরবরাহ শুরু হলেও এখনো গ্যাস পাচ্ছেননা অনেক গ্রাহক ও সিএনজি চালকরা।এতে বিক্ষুব্ধ নগরবাসী। কক্সবাজারের মহেশখালীতে বঙ্গোপসাগরে ভাসমান এল এন জি টার্মিনালে, যান্ত্রিক ত্রুটির কারণে বিপর্যয় সৃষ্টি হলেও, দ্রুত সময়ের মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছে,কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি।
গত দুইদিন বন্দরনগরী চট্টগ্রামে গ্যাস সংকটে বেশিরভাগ এলাকায় জ্বলেনি রান্নার চুলা। সংকটের কবলে ছিলো,হোটেল রেস্টুরেন্ট,গ্যাস চালিত যানবাহন এবং শিল্প প্রতিষ্ঠান। গ্যাসের জন্য রিতীমত হাহাকার চলেছে,সমগ্র চট্টগ্রাম জুড়ে।গত রোববার থেকে গ্যাস সরবরাহ শুরু হলেও এখনো স্বাভাবিক সরবরাহ নেই আবাসিক,শিল্প প্রতিষ্ঠান কিংবা সিএনজি চালিত যানবাহনে।
মূলত সংকট শুরু হয়েছিল দু’মাস আগে থেকেই,এখন ভয়াবহ রূপ নিয়েছে। বাণিজ্যিক রাজধানীখ্যাত চট্টগ্রামে কয়েকদিন পর পর এমন ভোগান্তিতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। এদিকে পরিপূর্ণ গ্যাস সরবরাহ না হওয়ায়, নগরীর ফিলিং স্টেশনগুলোতেও গ্যাস মিলছে না। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে পাম্পের সামনে।
বেশকিছু কারিগরি জটিলতার কারণে সাময়িক সমস্যা সৃষ্টি হয়েছে।তবে সমাধান হয়ে যাবে বলে জানিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি।তরলকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ কিছুটা বাড়লেও,চাহিদা অনুযায়ী পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় দেখা দিয়েছে,গণপরিবহন সংকট।এতে ভোগান্তির চাপ বাড়ছে নগরবাসীর ওপর।আবার অনেকে সিলিন্ডার ভর্তি গ্যাস কেনার জন্য ভিড় করছেন দোকানে।
Leave a Reply